জীবননগর ব্যুরো: গতকাল রোববার বিকেল ৪টায় স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোয় জীবননগর উপজেলা জাসদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রতিনিধিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু। সভায় জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপির উপস্থিতিতে অনুষ্ঠিতব্য উপজেলা জাসদের জনসভা স্থগিত করা হয়। এছাড়া আগামি ৩১ অক্টোবর দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, জাসদ নেতা হযরত আলী, রাজু আহাম্মেদ, রেজাউল ইসলাম ডিটু, পাপিয়া খাতুন, নিজাম উদ্দীন, আব্দুস সাত্তার, হারুন-অর রশিদ, আফনান হোসেন, সুজা উদ্দীন, আক্তারুজ্জামান শাকিল, হারুন মিয়া, মিলন মলি¬ক, সফিকুল ইসলাম ও মিল্টন।