জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সাত্তারের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদের সভাপত্তিত্বে অনুষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমার বাবু, মাও. গোলাম রাব্বানি, শিক্ষক আবুল কাশেম, শফিকুল ইসলাম শফি, মতিয়ার রহমান, কামাল উদ্দীন প্রমুখ।