আলমডাঙ্গার বটিয়াপাড়ায় ফলজ ও বৃক্ষরোপণের ওপর মতবিনিময়সভা

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যায়য়ের উন্মুক্ত মঞ্চে সমাজকল্যাণমূলক সংগঠন সাবাস’র উদ্যোগে ফলজ ও বৃক্ষরোপণের ওপর মতবিনিময়সভা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে থাই পেয়ারার চারা বিতরণ।

গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয়ে উন্মুক্ত মঞ্চে ফলজ ও বৃক্ষরোপণের ওপর মতবিনিময়সভায় সাবেক প্রধান শিক্ষক আজিজুল হক জোয়ার্দারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবাস’র নির্বাহী পরিচালক মাছুদুর রশীদ মাছুম, বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান, ইউপি সদস্য মিজানুর রহমান বুডিয়া, সমাজসেবক আমিরুজ্জামান, আব্দুল আওয়াল, জামিল হোসেন, শিমুল হোশেন, বজলুর রশিদ, লিটন, রানা মিয়া, আরাফাত হোসেন, হাকিম হোসেন, খালেক হোসেন, উথান,আলী অজম, তরিকুল,সাবেরা সুলতানা, মাবুদ হোসেন, শফিকুর রহমান প্রমুখ।

মতবিনিময় শেষে বটিয়াপাড়া শিয়ালমারী মাধ্যমিক বিদ্যালয় ও বটিয়াপাড়া শিয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪শ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে থাই পেয়ারার চারা বিতরণ করা হয়েছে। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসির উদ্দিন বকুল।

 

Leave a comment