ইয়েমেনে ভুল লক্ষ্যে হামলা : নিহত ২০

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ভুল করে সরকারপন্থী সেনাবাহিনীর ওপরে হামলা চালিয়েছে। সরকারপন্থী নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, এ হামলায়  অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আরও অন্তত ২০ সেনা আহত হয়েছে। শিয়া হুতি বিদ্রোহীদের দমনে প্রায় চার মাস আগে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দক্ষিণ তাইজ ও লাহজ প্রদেশের মধ্যবর্তী স্থানে রোববার এ হামলার ঘটনা ঘটে। সরকারপন্থি একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, তারা ভেবেছিলো হুতি বিদ্রোহীরা এখনও সেখানে অবস্থান করছে। তাই তারা সেখানে বিমান হামলা চালায়। এ বছরের শুরুতে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে গৃহবন্দী করে। ফেব্রুয়ারিতে সানা থেকে পালিয়ে যান হাদি। মার্চ মাস থেকে হাদি সরকারপন্থি ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।