মেহেরপুরের মদনাডাঙ্গায় বিএনপির সমাবেশ মিছিল : আমঝুপিতে পথসভা

গ্রেফতার হয়রানি করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের মদনাডাঙ্গায় বিএনপি সমাবেশ ও মিছিল করেছে। আমঝুপিতে অনুষ্ঠিত হয়েছে পথসভা। মদনাডাঙ্গার সমাবেশ ও মিছিলে ছিলেন মাসুদ অরুন, আর আমঝুপির পথসভায় প্রধান অতিথি ছিলেন আনছার-উল হক।

আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, ‘সারাদেশে গণগ্রেফতার বন্ধ করাসহ সভা সমাবেশের অনুমতি দিতে হবে’ এ দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা এলাকায় মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর বিএনপি। মিছিলের আগে মদনাডাঙ্গা বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, গ্রেফতার হয়রানি করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। ২৫ অক্টোবরের পর শেখ হাসিনার মহাজোট সরকার অবৈধ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান। মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, জেলা বিএনপির যুগ্মসম্পাদক এমএকে খায়রুল বাশার, মাহাবুব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, তাঁতীদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান হাবু, সদর উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মীর গোলাম ফারুক, পৌর বিএনপির প্রচার সম্পাদক হাবিব ইকবাল, বিএনপি নেতা ফজলু খান, আব্দুল কাদের, ছাত্রনেতা সোহেল হোসেন, আহমেদ রাজিব, আনারুল ইসলাম প্রমুখ।

অপরদিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে বিএনপির উদ্যোগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পথসভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানা তৃণমূলদলের সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আনছার-উল হক। বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা মজিবুল হক খান চৌধুরী হেলাল, বিএনপি নেতা রেজাউল করিম, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, পৌর যুবদলের দপ্তর সম্পাদক ইমন বিশ্বাস, যুবদল নেতা একরামূল হক একা, আজমল হোসেন মিন্টু, মোস্তাক রাজা, রফিকুল ইসলাম, জেলা তারেক পরিষদের সভাপতি রাশিকুল ইসলাম রাশু, যুগ্মআহ্বায়ক রনি, সদস্য সচিব কল্লোল, ছাত্রদল নেতা সানি, রিজভী, জনি প্রমুখ।