নেইমারের নৈপুণ্যে বার্সার বড় জয়

মাথাভাঙ্গা মনিটর: মেসিহীন বার্সেলোনা নেইমারের কাধে ভর করে জয়রথে ছুটছে। ব্রাজিলিয়ান এ স্ট্রাইকারের চার গোলে লা লিগায় রায়ো ভালকানোকে ৫-২ গোলে হারিয়েছে ক্যাটালান ক্লাবটি। রায়ো ভালকানোর বিপক্ষে আগের ম্যাচেও গত মার্চে ৬-১ গোলে হারিয়ে ছিল বার্সা। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। মাঠ ক্যাম্প ন্যুয়ে মেসি ও ইনিয়েস্তাকে ছাড়া খেলতে নামা বার্সা ম্যাচের শুরু থেকেই অসংখ্য সুযোগ তৈরি করে। তবে প্রথমার্ধে বার্সার দুটি গোল আসে কেবল পেনাল্টি থেকে। অবশ্য গোলের শুরুটা ভায়েকানোই করেছিলো। ১৫ মিনিটে জাভি গুয়েররার গোলে ১-০ গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে তাদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ১-১ সমতায় ফেরান নেইমার। ম্যাচের ৩২ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে নেইমারের দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধের ৬৯ ও ৭০, দুই মিনিটে আরো দুই গোল করে বার্সাকে ৪-১ গোলে এগিয়ে নেন নেইমার। ৬৯ মিনিটে সুয়ারেজের শট বারে লেগে ফিরলে তা জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। পরের মিনিটে সুয়ারেজের পাস থেকে ম্যাচে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। ম্যাচের ৭৭ মিনিটে সুয়ারেজকে দিয়ে ম্যাচের পঞ্চম গোলটি  করান নেইমার। অর্থাৎ  ম্যাচের পাঁচটি গোলেই নেইমারের সরাসরি অবদান রয়েছে। এরপর ৮৬ মিনিটে ভায়েকানোর জোজাবেদ একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৫-২ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন নেইমার-সুয়ারেজরা। চার গোল করে সর্বমোট সাত ম্যাচে আট গোল করে আপাতত লা লিগায় সর্বোচ্চ সর্বোচ্চ গোল স্কোরার নেইমার। আর এ জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারায় তারা।