আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন লোকমোর্চার কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার বেলা ১টার দিকে আমঝুপি তৃণমূল মডেল একাডেমি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মো. আকবর আলী। বক্তব্য রাখেন তৃণমূল মডেল একাডেমির ম্যানেজিং ডাইরেক্টর আশাদুজ্জামান সেলিম। সভায় সর্বসম্মতিক্রমে সমাজসেবক আলাউদ্দিনকে সভাপতি, নাজিমুদ্দিন ও মুঞ্জুর কাদির সহসভাপতি, মোমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে যুগ্মসম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট পিরোজপুর ইউনিয়ন লোকমোর্চা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।