দর্শনা আকন্দবাড়িয়ায় ৩ দিনব্যাপি লোকজ ও বাউল উৎসবের উদ্বোধন আজ

 

দর্শনা অফিস: প্রতি বছরের মতো এ বছরো ব্যাপক আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদ্বোধন করা হচ্ছে দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া লোকজ ও বাউল উৎসব। আজ শুক্রবার বিকেলে আকন্দবাড়িয়া নতুনপাড়ায় কেরুজমাঠে এ মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা উদযাপন কমিটি। মেলার প্রধান নির্বাহী ধীরু বাউল জানিয়েছেন, উদ্বোধন অনুষ্ঠানে অতিথি থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল-আমিন প্রমুখ। এবারের মেলায় প্রতিদিনের আয়োজনের মধ্যে থাকছে আলোচনাসভা, ঐতিহ্যবাহী লাঠিখেলা, পালাগান, ঝাঁপান, বাউল সঙ্গীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।