স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। গতকাল শনিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী জাহানারার মাথায় কোপ মেরে স্বামী আনিছুর রহমান সটকে পড়ে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের আনিছুর রহমান (৩০) তার স্ত্রী জাহানারা খাতুনকে প্রায়ই যৌতুকের টাকার জন্য নির্যাতন করে। গতকাল সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনিছুর ধারালো অস্ত্র দিয়ে জাহানারার মাথায় কোপ মারে।