আলমডাঙ্গা ব্র্যাকের বিশ্বজিত মণ্ডলের বিরুদ্ধে অফিস আয়াকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ব্র্যাক অফিসের প্রগতির এলাকা ব্যবস্থাপক বিশ্বজিত মণ্ডলের বিরুদ্ধে অফিস আয়াকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা ব্র্যাক অফিসের প্রগতির এলাকা ব্যবস্থাপক বিশ্বজিত মণ্ডল। তিনি প্রতি মাসে ৩ বার হারদী ব্র্যাক অফিস ভিজিট করতে যান। আলমডাঙ্গার নিকটবর্তী হলেও হারদীতে গেলে তিনি রাতে আলমডাঙ্গায় ফেরেন না। হারদী ব্র্যাকের গেস্টরুমে রাতযাপন করেন। হারদী ব্র্যাক অফিসের আয়া ৪ সন্তানের জননীর ওপর নজর পড়ে বিশ্বজিত মণ্ডলের। গত ৭ মাস ধরে বিশ্বজিত মণ্ডল ওই আয়াকে উত্ত্যক্ত করে আসছে বলে তিনি অভিযোগ করেছেন। অভিযোগ করে তিনি আরও বলেছেন, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্বজিত মণ্ডল হারদী অফিসে বসে কাজ করছিলেন। সে সময় অফিসে তিনি ছাড়াও প্রগতির প্রোগ্রাম অর্গানাইজার শামসুদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্বজিত মণ্ডল কৌশল করে প্রোগ্রাম অর্গানাইজার শামসুদ্দীন চৌধুরীকে কিছু কাগজপত্র ফটোকপি করতে পাঠান। এই সুযোগে বিশ্বজিত মণ্ডল অফিসের গেস্টরুমে গিয়ে কিছু কথা আছে বলে আমাকে ডেকে নেন। বিশ্বজিত মণ্ডল এ সময় আমার শ্লীলতাহানির অপচেষ্টা চালান। বাধা দিলে আমাকে নানা রকম প্রলোভন দেখান বিশ্বজিত মণ্ডল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি খাওয়াসহ নানা হুমকি-ধামকি দেন তিনি। এ ঘটনায় গতকাল শনিবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।