মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নকল বন্দুক বহন করে পুলিশের গুলিতে নিহত হলো ১৩ বছর বয়সী এক কিশোর। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। শান্তা রোসা শহরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা কিশোরটিকে বন্দুকটি ফেলে দিতে বললে সে অস্বীকৃতি জানায়। আর পুলিশ ভেবেছিলো সেটা আসল বন্দুক। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত কিশোরটির নাম অ্যান্ডি লোপেজ। লোপেজের পিতা রড্রিগো লোপেজ জানিয়েছেন, নকল বন্দুকটি অ্যান্ডির বন্ধুর ছিলো। পুলিশ জানিয়েছে, কিশোরটির কটিবন্ধে প্লাস্টিকের আরও একটি রিভলবার পাওয়া গেছে। আর তার হাতের বন্দুকটি ছিলো একটি নকল রাইফেল।
এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি সাতটি গুলির শব্দ শুনেছেন। পুলিশ কর্মকর্তা স্টিভ ফ্রেইটাস এ ঘটনাকে ট্রাজেডি বলে উল্লেখ করেছেন। এ ঘটনার স্বচ্ছ তদন্তের ব্যাপারেও তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। কিশোরটির স্কুলের এক মুখপাত্র তাকে খুবই জনপ্রিয় এবং সুদর্শন বলে উল্লেখ করেন। তিনি বলেন, অ্যান্ডিকে সবাই খুব পছন্দ করতো। এ ঘটনার একদিন আগে দেশটির নেভাডায় ১২ বছরের এক বালক স্কুলে তার গণিত শিক্ষককে গুলি করে হত্যা করে। এ সময় আরও দু ছাত্রও আহত হয়। পরে বালকটি নিজে আত্মহত্যা করে।