দর্শনা অফিস: কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কেরুজ মিলপাড়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। কেরুজ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার, চিনিকলের অবসরপ্রাপ্ত টাইমকিপার শামসুল ইসলাম গত রোববার ব্রেন স্ট্রোক করলে চিকিৎসার জন্য দ্রুত নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে রেফার করা হয় যশোর কুইন্স হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শামসুল ইসলাম (৬৭) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বিকেল সাড়ে ৩টার দিকে শামসুল ইসলামের লাশ আনা হয় কেরুজ মিলপাড়াস্থ বাড়িতে। বাদ আছর কেরুজ বাজার মাঠে শামসুল ইসলামের লাশ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়ায় নেয়া হয় লাশ। সন্ধ্যার পর কামারপাড়া গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।