জীবননগর ব্যুরো: জীবননগর সড়ক ও জনপথের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সওজ কর্তৃক উচ্ছেদের আগেই অনেকেই নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন। গতকাল শুক্রবার দিনভর অবৈধ দখলদারেরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেন। জীবননগর উপজেলায় সওজের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত বুধবার মাইকিং করা হয়। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ প্রচারণা চালানো হয়। আজ শনিবার এ উচ্ছেদ অভিযান চালানোর কথা।