মাথাভাঙ্গা মনিটর: স্কাইপে গ্রুপিং চ্যাটিং আরও সহজ করছে মাইক্রোসফট। নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে প্রতিনিয়ত স্কাইপে নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডোজ ও ম্যাক সংস্করণে স্কাইপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে স্কাইপ টিম জানিয়েছে, স্কাইপ থেকে চ্যাট করার জন্য ব্যবহারকারীরা যাদের স্কাইপ নেই তাদের সাথে একটি লিংক শেয়ার করতে পারবেন। আর সেই লিংকে ক্লিক করলেই স্কাইপ ব্যবহারকারীর সাথে চ্যাট চালিয়ে যাওয়া যাবে। এজন্য আলাদা করে কাউকে স্কাইপে অ্যাকাউন্ট খোলার দরকার হবে না।
অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে স্কাইপে
