সাংবাদিকদের সাথে মেহেরপুর জেলা যুবলীগের মতবিনিময়

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মত বিনিময়সভা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হোটেল বাজারের ফুড পাবলিক নামের একটি ফার্স্ট ফুড সেন্টারে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর (দক্ষিণ) যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ কর্নেল। মতবিনিময়সভায় মেহেরপুর আওয়ামী যুবলীগকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন যুবলীগ নেতৃবৃন্দ। যুবলীগ তাদের রাজনৈতিক মতাদর্শে চলবে ও মাদকমুক্ত যুবলীগ নেতৃবৃন্দ এ জেলাকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা করে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন তোজাম্মেল আযম, গোলাম মোস্তফা, মহাসিন আলী, মাহাবুবুল হক পোলেন, মেহের আমজাদ, ইয়াদুল মোমিন, মীর সউদ আলী চন্দন, দিলরুবা, আক্তার হোসেন, মনিরুল ইসলাম, আতাউর রহমান, ডিএম মকিদ প্রমুখ।

 

Leave a comment