দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গোলাডকাপ ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ স্কুলমাঠে হাসাদাহ যুব সংঘের আয়োজনে উথলী ফুটবল একাদশ ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের মধ্যে কোয়ার্টার ফাইনালের ২য় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে উথলী ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন ইসমাইল হোসেন, রবিউল ইসলাম ও সবুর হোসেন।
এ দিকে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের একের পর এক জয়লাভে ক্লাবের সকল খেলোয়াড়, কোচ মিলন বিশ্বাস, ম্যানেজার শহিদ আজম সদুসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দামুড়হুদা ক্লাবের সভাপতি এখলাছ উদ্দিন সুজন।