৮ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশন
স্টাফ রিপোর্টার: আগামী ৮ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন বসছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম মঞ্জুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৮ নভেম্বর রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দশম জাতীয় সংসদের অষ্টম (২০১৫ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। জানা গেছে, এটি হবে একটি সংক্ষিপ্ত অধিবেশন। আগামী জানুয়ারি মাসে সংসদের শীতকালীন অধিবেশন বসবে।
বান্দরবানে একে ৪৭সহ অস্ত্র উদ্ধার : গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার: বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে তিনটি একে ৪৭ রাইফেল ও দুটি পিস্তলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে র্যাব। বান্দরবান থানার এসআই মো. খায়রুল জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাস্টার গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। গ্রেফতার কৃতরা হলেন লাল পিয়াল থা বম, বা মু বম ও সিন থাই চাকমা। প্রথম দুজনের বাড়ি বান্দরবানের রুমা এবং তৃতীয় জনের বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলায় বলে জানান এসআই খায়রুল। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, তাদের কাছ থেকে তিনটি একে ৪৭ রাইফেল, দুটি বিদেশি পিস্তল ও দুটি পিস্তলের ম্যাগজিন পাওয়া গেছে তিনজনই অস্ত্র বিক্রেতা। বান্দরবান থানার ওসি রফিক উল্লাহ জানান, অভিযানটি চালানো হয়েছে র্যাবের নেতৃত্বে। বান্দরবান থানা পুলিশ তাদের সহায়তা করেছে।
বগুড়ার গাবতলীতে পুলিশের নির্যাতনে বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে পুলিশের নির্যাতনে মোখলেসুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দু পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার মরিয়া ছয়মাইল গ্রামে এ ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্যে লাশ হাসপাতালেরমর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দু পুলিশকে একটি বাড়িতে সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী উপজেলার বালিয়াদীঘির দড়িপাড়া গ্রামের মোখলেসুর রহমান কবিরাজি চিকিৎসা করতেন। পৈতৃক জমি নিয়ে ছোট ভাই মজনু মিয়ার সাথে তার বিরোধ ছিলো। গত বুধবার মজনু মিয়া গাবতলী থানায় বড় ভাই মোখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাবতলী থানার এএসআই আবদুস সবুর ও কনস্টেবল (ড্রাইভার) আবদুর রহমান তদন্ত করতে দড়িপাড়া গ্রামে যান। পরিবারের সদস্যরা পুলিশকে জানান, তিনি পার্শ্ববর্তী মরিয়া গ্রামে জনৈক মোমিন কবিরাজের বাড়িতে আছেন। তখন পুলিশ বাদী মজনু মিয়াকে সাথে নিয়ে মরিয়া গ্রামে যান। বেলা দেড়টার দিকে মোমিন কবিরাজের বাড়িতে মোখলেসুর রহমান দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় এএসআই সবুর ও কনস্টেবল আবদুর রহমান বাড়িতে ঢুকে কবিরাজ মোখলেসুরের কলার চেপে ধরেন। পরে কিলঘুষি ও লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ খবরে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হলে এএসআই আবদুস সবুর ও কনস্টেবল কবিরাজ মোমিনের বাড়ির একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। জনগণ বাড়িতে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও হত্যাকারীদের বিচার দাবি করেন। সুযোগ বুঝে ভাই মজনু মিয়া আত্মগোপন করেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আলটিমেটাম
স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘কালো ব্যাজ ধারণ করে’ দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারকে নতুন করে সময় বেঁধে দিয়েছে। আগামী ১২ নভেম্বরের মধ্যে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন স্কেল নির্ধারন করাসহ ৫ দফা দাবি মেনে নেয়া না হলে আগামী ১৩ নভেম্বর দেশের সব বিভাগীয় শহরে সহকারি শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে। সারা দেশ থেকে আগত কয়েক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী অনশন পালন করে। পরে পদযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৫ দফা দাবি-সংবলিত স্মারকলিপি পেশের উদ্দেশে মিছিল শুরু করলে শহীদ মিনার চত্বরের কাছে পুলিশ বেষ্টনি দিয়ে বাধা দেয়। এ সময় সহকারী শিক্ষকদের ৫টি মূল সংগঠনের সর্ব বৃহৎ জোট বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্যজোটভূক্ত সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জোটের প্রধান সমন্বয়ক মো. আতাউর রহমান ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীনের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পুলিশের ভ্যানে করে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।