পাকিস্তানে একদিনে ৬ জনের মৃত্যুদন্ড কার্যকর
মাতাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পৃথক হত্যার দায়ে গতকাল বৃহস্পতিবার ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২৪০ এরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। পাঞ্জাব প্রদেশের লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ডেরা গাজি খান এলাকায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাকিস্তান গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। পাঞ্জাব কারা অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ডেরা গাজি খান এলাকায় হত্যার দায়ে দু ভাই, আদিয়ালায় দু জনের, মুলতানে এক জনের ও লাহোর কারাগারে এক জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওইসব কারাগারের কর্মকর্তারাও এ খবর নিশ্চিত করেছেন। তালেবান জঙ্গিরা গত ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুলে ১৫০ জনেরও বেশি লোককে হত্যা করার পর পাকিস্তান মৃত্যুদণ্ডের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে আট জন এবং বুধবার পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মিশরের বহুল প্রত্যাশিত নির্বাচন রোববার
মাতাভাঙ্গা মনিটর: মিশরে আগামী রোববারের সাধারণ নির্বাচনের প্রথম দফায় ২ কোটি ৭০ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর এই প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৫৯৬ সদস্যের পার্লামেন্ট নির্বাচন ১৭ অক্টোবর ও ২ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে দু ধাপে অনুষ্ঠিত হবে। বহু বিলম্বিত এ নির্বাচনটি ৮ কোটি ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত বৃহত্তম সুন্নি আরব রাষ্ট্রটির ‘গণতন্ত্রের রূপরেখার’ সর্বশেষ মাইলফলক। এ রূপরেখায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনটিও ছিলো। ওই নির্বাচনে জয়লাভ করে আল- সিসি ক্ষমতায় অধিষ্ঠিত হন। মিশরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি এ নির্বাচনের ঘোষণা দেন। মুরসির উচ্ছেদের পর তিনি মিশরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। মুরসির মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করা হয় এবং দলটির নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থককে জেলে পাঠানো হয়। দলটিকে নির্বাচনে অংশ গ্রহণের জন্য নিষিদ্ধ করা হয়। কিছু ধর্মনিরপেক্ষ ও বামপন্থী যুব সংগঠন ও পার্টি নির্বাচন বয়কট করে।
জাপানে দ্বিতীয় পরমাণু চুল্লি পুনরায় চালু
মাতাভাঙ্গা মনিটর: প্রবল বিরোধিতা সত্ত্বেও জাপানে দ্বিতীয় পরমাণু চুল্লি পুনরায় চালু করা হয়েছে। ২০১১ সালে ফুকুশিমা সঙ্কটের পর এটি বন্ধ করে দেয়া হয়েছিলো। সাধারণ মানুষের বিরোধিতা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার এটি পুনরায় চালু করা হলো। এর মাধ্যমে সরকার আবারও এ সাশ্রয়ী জ্বালানি উৎসের দিকে ফিরে গেলো। ইউটিলিটি কিউশু ইলেক্ট্রিক পাওয়ার জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় তারা সেনদাইয়ে দু নম্বর চুল্লিটি পুনরায় চালু করে। এটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। একই বিদ্যুত কেন্দ্রের এক নম্বর চুল্লিটি আগস্ট মাসে পুনরায় চালু করা হয়। এর মাধ্যমে দু বছর পর পুনরায় পরমাণু বিদ্যুত উৎপাদন শুরু হয়। নভেম্বর মাসে নতুনভাবে শুরু করা এ চুল্লিটি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুত উৎপাদন শুরু করা হবে। চার বছরের বেশি সময় পর চুল্লিগুলো পুনরায় চালু করা হচ্ছে। চার বছর আগে জাপানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ও এর প্রভাবে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা পরমাণু বিদ্যুত কেন্দ্রের শীতলকরণ ব্যবস্থা নষ্ট হয়ে যায় এবং এর ফলে চুল্লিটি গলে যায়। উদ্ভূত পরিস্থিতিতে ৫০টি চুল্লি বন্ধ করে দেয়া হয় এবং ভবিষ্যতে পরমাণু জ্বালানি ব্যবহার করা হবে কি-না সে ব্যাপারে মতবিরোধ দেখা দেয়। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পুনরায় পরমাণু বিদ্যুত চালু করার পক্ষে অবস্থান নেন। তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশটিতে পরমাণু জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বিদ্রোহীদের সাথে মিয়ানমার সরকারের শান্তি চুক্তি সই
মাতাভাঙ্গা মনিটর: সশস্ত্র আট বিদ্রোহী গোষ্ঠীর সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে মিয়ানমার সরকার। প্রায় দু বছর ধরে চলা এ শান্তি আলোচনার পর গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী নাইপিদোতে এ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনে এ খবর বলা হয়েছে। খবরে বলা হয়, মোট ১৫টি বিদ্রোহী গোষ্ঠী ছিলো। এর মধ্যে আটটি চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে সবচেয়ে সক্রিয় সাতটি গোষ্ঠী এ চুক্তিতে স্বাক্ষর করেনি। মিয়ানমার যা বার্মা হিসেবেও পরিচিত, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন গোষ্ঠী অধিক স্বায়ত্তশাসনের দাবিতে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে দেশটিতে। চুক্তির পর নাইপিদো সরকার বলছে, দীর্ঘস্থায়ী রাজনৈতিক পরিস্থিতি তৈরির ক্ষেত্রে এ চুক্তি প্রথম পদক্ষেপ।