মাথাভাঙ্গা মনিটর: দিমুথ করুনারত্মের ক্যারিয়ার সেরা ব্যাটিঙে পর দিনেশ চান্দিমালের শতকে গল টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। এরপর দিনের শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজের দু উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে অতিথিদের চাপে ফেলেছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। শ্রীলঙ্কার ৪৮৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। ড্যারেন ব্রাভো ১৫ ও মারলন স্যামুয়েলস ৭ রানে ব্যাট করছেন।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিঙে এসেই ভীতি ছড়ান রঙ্গনা হেরাথ। তার বলে এলবিডব্লিউ হলে রিভিউ নিয়ে বেঁচে যান ক্রেইগ ব্রেথওয়েইট। পরের ওভারে আর পার পাননি তিনি, আর্ম বলে এলবিডিব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ব্রেথওয়েইট।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শাই হোপ (২৩) ফেরেন হেরাথের বলে বিভ্রান্ত হয়ে। তার বলে বোল্ড হন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।
এর আগে বৃহস্পতিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ উইকেটে ২৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করে করে শ্রীলঙ্কা। আগের দিনের ১৪৯ রানের জুটিকে এদিন ২৩৮ পর্যন্ত এগিয়ে নেন করুনারত্নে ও চান্দিমাল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেটে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে বড় জুটি। ২০০১ সালে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার ১৬২ রান ছিল আগের সর্বোচ্চ।