স্টাফ রিপোর্টার: ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান। মূলত দেশিয় চলচ্চিত্র চলে কিং খানের নামের ওপর। দেশের প্রায় সব সিনেমা হল হাউসফুল করতে তার নামটিই যথেষ্ট। সারাদেশে তার ভক্তের পরিমাণও অনেক বেশি। কিন্তু তার প্রেক্ষাপটে শাকিব খানের ফেসবুক ফলোয়ারের সংখ্যা খুব বেশি নয়। তার বর্তমান ফেসবুক ফলোয়ারের সংখ্যা তিন লাখ। আর এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন শাকিব।
এ বিষয়ে শাকিব জানান, ‘আমার কাছে ফেসবুক ফলোয়ারের চেয়ে কতজন দর্শক হলে গিয়ে আমার ছবি দেখেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার দর্শকদের ভালোলাগার কথা মাথায় রেখে চলচ্চিত্রে অভিনয় করি, সেক্ষেত্রে তারা হলে গিয়ে আমার চলচ্চিত্র দেখছেন এটিই আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মনে হয় ফেসবুকে লাইক-ফলোয়ার দিয়ে শিল্পীদের জনপ্রিয়তা পরিমাপ করা যায় না।’ তিনি আরো বলেন, ‘অনেক চলচ্চিত্র অভিনয়শিল্পী আছে যাদের ফেসবুকে অনেক ফলোয়ার আছে, কিন্তু বাস্তবে তাদের চলচ্চিত্রে কোনো দর্শক নেই। তাহলে কি হবে ফেসবুকের এতো ফলোয়ার দিয়ে? দর্শকরা আমাকে ভালোবাসে, আমার চলচ্চিত্র দেখতে হলে যায়। আমার কাছে এটার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’ সম্প্রতি ঢালিউড কিং খান ‘মেন্টাল’ শিরোনামের একটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।