স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবারের টিকিটের মূল্য। এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। এ ছাড়া সর্বোচ্চ ১০ হাজার থেকে শুরু করে এক হাজার ও ৫০০ টাকা মূল্যের টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন প্রথম খেলা শুরু হবে দুপুর ২টায় আর দ্বিতীয়টি শুরু হবে ৬.৪৫ মিনিটে। এবারের আসরে খেলোয়াড়দের নিলাম (প্লেয়ার বাই চয়েজ) অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।
নিলামে ১৯৬ জন বিদেশী ও ১২২ জন দেশী ক্রিকেটারের মধ্য থেকে ছয়টি দল তাদের খেলোয়াড় বাছাই করতে পারবে। দেশী ও বিদেশী ক্রিকেটারদের রাখা হয়েছে বিভিন্ন গ্রেডে। প্রতিটি গ্রেডের জন্য আলাদা দামও নির্ধারণ করে দিয়েছে বিসিবি। তবে ছয় আইকন খেলোয়াড়ের দল নির্ধারণ করবে বিসিবিই। খেলোয়াড় কেনার পদ্ধতি প্লেয়ার বাই চয়েজ হলেও বিসিবি কয়েকজন ক্রিকেটারের জন্য নিয়ম শিথিল করেছে। এজন্যই নিলামের আগে ক্রিস গেইল বরিশাল দলে যাওয়ার সুযোগ পেয়েছেন। আগের দুটি আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা শহীদ আফ্রিদি এবার খেলবেন সিলেটের হয়ে। লংকান ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা থাকবেন ঢাকা ডায়নামাইটসে। এছাড়া তিলকারত্নে দিলশান চট্টগ্রামে, শোয়েব মালিক কুমিল্লায় ও থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ সোহেল। এবার আসরের সেমিফাইনাল আইপিএলের আদলে হবে। পয়েন্ট টেবিলে গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। জয়ী দল পাবে ফাইনালের ছাড়পত্র। অন্যদিকে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দল। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলটি পাবে ফাইনালের ছাড়পত্র।
আগামী ২০ নভেম্বর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। এবারের আসরের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। টুর্নামেন্টের শুরু ও ফাইনাল হবে ঢাকায়। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। এদিকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিপিএলে খেলার ব্যাপারে কোনো আপত্তি নেই বিসিবির। শোনা যাচ্ছে এরই মধ্যে আমিরকে একটি ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক বলেন, আমির, আসিফদের শাস্তি হয়েছে। নিষেধাজ্ঞা শেষে আইসিসি ছাড়পত্র দিয়েছে বলেই ওদের তালিকায় রাখা হয়েছে। আমির বা স্টিভেন্স, সবাই ছাড়পত্র পেয়েছে। আরেকটা ব্যাপার হল, অভিযোগ তো থাকতেই পারে। আইপিএলেও ১১২ জন ক্রিকেটারের বিরুদ্ধে ছিল অভিযোগ। খেলা তো বন্ধ থাকেনি। দেশের ছয় আইকন খেলোয়াড় হলেন সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন ও তামিম ইকবাল। ২৬ অক্টোবরের প্লেয়ার বাই চয়েজ পর্বে আইকন খেলোয়াড়রা নিজ নিজ দলের হয়ে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। এর আগে আইকন খেলোয়াড়দের দল নির্ধারণ করবে বিসিবি। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেলোয়াড় কিনলে তার দায়িত্ব বিসিবি নেবে না। বিপিএলের তৃতীয় আসরে মূল একাদশে চারজন বিদেশী খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক। একটি দল সর্বোচ্চ ১২ জন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়া প্লেয়ার বাই চয়েজ তালিকায় থাকা বিদেশীদের মধ্য থেকে কমপক্ষে তিনজন খেলোয়াড়কে কিনতে বাধ্য প্রতিটি দল। বিদেশী খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এ গ্রেডের মূল্য ৭০ হাজার, বি গ্রেড ৫০, সি গ্রেড ৪০ এবং ডি গ্রেডের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার। বিদেশি খেলোয়াড়ের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। এই দুদেশের রয়েছে ৫৩ জন করে ক্রিকেটার। ভারত বাংলাদেশে কোনো খেলোয়াড় পাঠাবে না। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৩৪, শ্রীলংকার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ এবং অন্যান্য দেশের ১৫ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। স্থানীয় ১২৩ ক্রিকেটারের মধ্যে এ গ্রেডে ১৭, বি গ্রেডে ৩৬, সি গ্রেডে ৪৬ এবং ডি গ্রেডে ২১ জন রয়েছেন। এর মধ্যে ব্যাটসম্যান ৬৩ জন, বোলার ২৫ জন এবং ১৫ জন অলরাউন্ডার রয়েছেন। স্থানীয় খেলোয়াড়দের ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আইকন ৩৫ লাখ, এ গ্রেড ২৫ লাখ, বি গ্রেড ১৮ লাখ, সি গ্রেড ১২ লাখ এবং ডি গ্রেড ৫ লাখ টাকা। মল্লিক বলেন, দলগুলোর খরচ কোনোভাবেই ৭ কোটি টাকার বেশি হবে না। ফ্র্যাঞ্চাইজিদের আমরা বলে দিয়েছি যে, ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে সর্বোচ্চ ৬ কোটি টাকা খরচ করতে। ৭০ হাজারের বেশি পাওয়ার মতো ক্রিকেটার প্রতি দলে হয়তো একজনই থাকবে। কেউ যদি ৭০ হাজারের বেশিতে তিনজন ক্রিকেটার নেয়, তাহলে তারা অন্য প্লেয়ারদের ক্ষেত্রে কম খরচ করবে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন বলিউড সুপারস্টার ঋত্বিক রৌশন, জ্যাকুলিন ফার্নান্দেজ ও কণ্ঠশিল্পী কে কে। দেশের কিছু জনপ্রিয় শিল্পীও এ অনুষ্ঠানে থাকবেন।
ইউনুস জানালেন, গ্ল্যামারের ব্যাপার আছে এখানে। এজন্য ভারত থেকে শিল্পী আনা হচ্ছে। আমাদের এখানকার শিল্পীরাও থাকবেন। এলআরবি থাকতে পারে, চিরকুট ব্যান্ড থাকতে পারে। কিন্তু গ্ল্যামারের জন্য ভারতীয় শিল্পী নিয়ে আসতে হচ্ছে।