আদালত প্রাঙ্গনে এমপি লিটনের সমর্থকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে শিশু গুলিবিদ্ধ ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। এর আগে বুধবার রাতে ঢাকায় গ্রেফতারের পর আদালতে নেয়ার আগে কঠোর নিরাপত্তায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিলো। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এমপি লিটন, তার আগে আইনজীবীর প্রাইভেটকার, পেছনে তার ব্যবহৃত লাল গাড়িতে তার স্ত্রীসহ দলের কয়েকজন কর্মী ও সামনে পেছনে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে আসা হয় সরাসরি পুলিশ সুপারের কার্যলায়ে। ভোররাত থেকে সংবাদকর্মীরা এসপি কার্যালয়ের আশে পাশে ভিড় জমালেও কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। তাদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হয়। এমপি লিটনকে আদালতে নেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার সমর্থকরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করলে ২৫ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিনি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা