আমঝুপি সোনালী ব্যাংকের অফিসার এনামুলের ইন্তেকাল : আজ দাফন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার এনামুল হক আর নেই। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। আজ সকালে মেহেরপুরে তার দাফন সম্পন্ন হবে। তিনি বেশ কিছু দিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

            জানা গেছে, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার ইউনুস আলীর ছেলে এনামুল হক (৫২) সোনালী ব্যাংক লি. আমঝুপি শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মাসখানেক ধরে তিনি কিডনিতে ইনফেকশনজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় মারা যান। আজ সকাল ১০টায় জানাজা শেষে মেহেরপুর পৌরগোরস্তানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্র জানায়। মৃত্যুকালে এনামুল হক স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।