জীবননগরের ধোপাখালী সীমন্তে পতাকা বৈঠক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ভারত উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, নারী ও শিশু পাচাররোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সুসম্পর্ক তৈরিসহ সীমান্তের নানা সমস্যা পতাকা বৈঠকে স্থান পায়। গতকাল বুধবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে এসব সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হয় বলে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন।

বিজিবি সূত্র জানায়, সকাল ১০টার সময় ধোপাখালী সীমান্তের ৭০/৩২-টি মানিকপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল হালিম বিজিবির পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মাটিয়ারী ক্যাম্প কমান্ডার এসআই একে মণ্ডল নেতৃত্ব প্রদান করেন।