চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেওয়ারিশ রোগীর মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আরো এক বেওয়ারিশ রোগীর করুণ মৃত্যু হয়েছে। গতরাতে অজ্ঞাত পরিচয়ের রোগী মারা যায়। মধ্যরাতে খোঁজ নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

বয়স ৩০ থেকে ৩৫ বছর। মুখে মাসখানেক সেভ না করা দাঁড়ি। গায়ের রং উজ্জ্বল। গায়ে ছিলো কালো সাদা ডোরাকাটা চেক গেঞ্জি। ঈদের আগের দিন অর্থাৎ ১৫ অক্টোবর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় সিঁড়ির সামনে। এ ক’দিনে তাকে কেউ শনাক্ত করেনি।