আলমডাঙ্গার ভালাইপুরে বাল্যবিয়ে ও কীটনাশকমুক্ত এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মতবিনিময়

ভালাইপুর প্রতিনিধি: বাল্যবিয়ে, কীটনাশক মুক্ত সবজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময়সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, সমাজ থেকে বাল্যবিয়ে যেমন প্রতিরোধ করতে হবে। কোনো বিদেশ গমনকারী যেন দালালের খপ্পরে না পড়ে সে বিষয়ে জনশক্তি মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে এবং মাদক নিয়ন্ত্রণ করতে প্রশাসনের সহযোগিতা করার পাশাপাশি কৃষককুলকে কীটনাশক মুক্ত সবজি চাষে উৎসাহিত করতে হবে।

জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে চিৎলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময়সভায় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হাসান আল কামাল, জেলা ফ্যাসিলেটর শফিউল আলম। বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহসমন্বয়কারী আসাদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব চির কুমার শাহ কনক। অনুষ্ঠানের শুরুতে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিলেন সাঈদ আশরাফ অন্তর ও রিপন।