কোটচাঁদপুরে মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। ‘ইঁদুর ধরুন- ইঁদুর মারুন, ইঁদুর মুক্ত খামার গড়ুন’ এবারের এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অভিযানের উদ্বোধন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. তাজুল ইসলাম। সূচনা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তাজুল ইসলাম ও বলুহর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান।

 

Leave a comment