খবর: (এমপি হওয়ার শখ : মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা যত বাড়ছে ততই চড়ছে কিছু নেতা-কর্মীর দর)
ভোটের হাওয়া যখন ওঠে দেশে
নেতা আসেন হরেক রকম বেশে
জ্বালাময়ী ভাষণ ছাড়েন হাটে
মিটিং মিছিল করেন মাঠে মাঠে।
যখন দেশে ভোটের হাওয়া ওঠে
তবিল নিয়ে নিজ এলাকায় ছোটে
সারা বছর খোঁজ থাকে না যার
ফাটাফাটি বক্তৃতা হয় তার।
দেশে যখন ওঠে ভোটের হাওয়া
হয় শুরু হয় ধর পাকড় ও ধাওয়া
পক্ষ ছাড়ে অনেক নেতার পেশো
নির্বাচনে পাল্টিয়ে যায় দেশও।
-আহাদ আলী মোল্লা