স্টাফ রিপোর্টার: টিভিপর্দার নিয়মিত অভিনেত্রী অপি করিম। ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন তিনি। প্রতিভাবান এই অভিনেত্রী খুব বেশি নিয়মিত না হলেও অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশিয় চলচ্চিত্রে। তিনি শুধু তার প্রতিভাকে দেশের নাটক বা চলচ্চিত্র শিল্পেই সীমাবদ্ধ রাখেনি। তিনি দেশের নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, চলচ্চিত্র, মঞ্চ, বিজ্ঞাপন, নাচসহ সব ক্ষেত্রেই ছড়িয়েছেন তার প্রতিভা দ্যুতি। সম্প্রতি জিটিভিতে অপি উপস্থাপিকা হিসেবে তারকাদের নিয়ে একটি অনুষ্ঠান পরিচালনা করছেন। প্রতি সপ্তাহে প্রচারিত এই অনুষ্ঠান সম্পর্কে অপি বলেন, ‘আসলে অনেকদিন অভিনয় করে এখন উপস্থাপনাতেই বেশি ভালো লাগছে। তবে একদমই যে অভিনয় করছি না সেটা কিন্তু ঠিক নয়। সবকিছুর পাশাপাশি ভালো গল্প পেলে অভিনয়ের সাথেই আছি। আমি অভিনয় করি একদমই আমার নিজের ভালোলাগা থেকে। সেক্ষেত্রে ভালো গল্প হলে অবশ্যই আমি সেটাকে নিজের মনে করেই কাজ করি।’