মাথাভাঙ্গা মনিটর: রাফায়েল নাদালকে হারিয়ে চায়না ওপেনের শিরোপা জয় করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচ। স্থানীয় সময় গত রোববার ফাইনালে নাদালকে ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে হারিয়ে ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলেন জকোভিচ। চাইনিজ রাজধানী বেইজিংয়ের ন্যাশনাল টেনিস সেন্টারের এ ফাইনালের দ্বিতীয় সেটে অবশ্য পায়ের সমস্যায় পড়েছিলেন স্প্যানিশ তারকা নাদাল।
গত বছর থেকেই ইনজুরির সাথে ক্রমাগত লড়াই করে চলেছেন নাদাল। ম্যাচে দ্বিতীয় সেটে গোঁড়ালিতে চোট পাওয়ায় তাকে চিকিত্সকের শরণাপন্ন হতে হয়েছে। তারপর থেকেই খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না নাদাল। যদিও ততক্ষণে জকোভিচ নিজেকে শিরোপার কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। চায়না ওপেনে এখন পর্যন্ত কোনো ম্যাচে পরাজিত হননি জকোভিচ। ২৮ বছর বয়সী এ সার্বিয়ান তারকার ঝুলিতে এখন ৫৬টি শিরোপা জমা হলো। এর মধ্যে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনসহ আটটি শিরোপা রয়েছে।