মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রোয়াকুলি নামক স্থানের রেল সড়কে চিত্রা এক্সপ্রেসে কেটে শিশুকন্যার মৃত্যু হয়েছে। রেল সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে রেল সড়কের ওপর খেলছিলো। এ সময় চিত্রা এক্সপ্রেসে কেটে শিশুকন্যার মৃত্যু হয়। খেলার সাথীরা লাশ পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পোড়াদহ জিআরপি থানার এসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্বার করেছেন।
জানা গেছে, গতকাল রোববার দুপুর ১২টায় আলমডাঙ্গা মুন্সিগঞ্জের রোয়াকুলি গ্রামের কেন্টুর শিশুকন্যা রাফা (৫) মায়ের সাথে খেলছিলো। মায়ের অগোচরে রেল সড়ক সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে রেল সড়কের ওপর উঠে পড়ে। এ সময় চিত্রা এক্সপ্রেস রেলে কেটে ডান হাত ও বাম পা শরীর থেকে আলাদা হয়ে শিশুকন্যার মৃত্যু হয়। অন্য খেলার সাথীরা লাশ রেল সড়কের ওপর পড়ে থাকতে দেখে তাদের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে। শিশুকন্যার মৃত্যুর সংবাদে গ্রামজুড়ে চলতে থাকে শোকের মাতম। কেউই ধরে রাখতে পারেনি অশ্রু। শিশুকন্যার মা মুসলিমার আজাহারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। সংবাদ পেয়ে কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানার এসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্বার শেষে সুরতহাল রিপোর্ট করেন। গতকাল বিকেল ৫টার সময় রোয়াকুলি গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে গ্রাম সূত্র জানায়।