আলমডাঙ্গা ব্যুরো/হালসা প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুর উপজেলার নতুন সুতাইল-মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রী বলেন, আমরা উন্নয়ন দিয়ে ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার মোকাবেলা করবো, যারা আগুনসন্ত্রাসী, মানুষ পোড়ায়, পেট্রোল বোমা মারে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। তাদের সাথে কোনো আলোচনা হবে না। দীর্ঘ ১২ বছর অবহেলিত আমলা থেকে তিতুতলা হয়ে কুর্শা গ্রাম ও কুর্শা বাজারের ওপর দিয়ে মল্লিকপুর-নতুন সুতাইল শুকচা হয়ে আলমডাঙ্গা উপজেলার পারকুলা পর্যন্ত প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এ জনগুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি খালেদাকে বাদ দিয়ে নতুনভাবে বিএনপিকে রাজনীতি করতে বলেন।
গতকাল শনিবার মালিহাদ ইউপির চেয়ারম্যান জাসদ নেতা বদর উদ্দিন বদুর সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক হাজি আব্দুল আলীম স্বপন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলী, এলজিইডি মিরপুর উপজেলা প্রকৌশলী তৌহীদুল হক জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা জাসদের আহ্বায়ক এম সবেদ আলী।
জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল বারী টুটুল, আমবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুসা প্রমুখ।