স্টাফ রিপোর্টার: দু বিদেশি নাগরিক হত্যার পর চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্টসহ ভারত সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মনিরুজ্জামান বিজিবিএম বলেন, চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর, জয়নগর চেকপোস্টসহ জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত পথে অপরাধীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, যে সকল বিদেশি নাগরিক জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন তাদের অবস্থানের ঠিকানা নির্ভুলভাবে লিপিবদ্ধ এবং খুব শিগগিরই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এদেশ থেকে যারা ভারতে যাচ্ছেন তাদের পাসপোর্ট ও ভিসা সম্পূর্ণ যাচাই-বাছাই করে দেশত্যাগের অনুমতি দিতে নির্দেশনা দেয়া হয়েছে।