কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ মেন পিলার থেকে ৯৫ নং পিলার পর্যন্ত মুন্সিপুর বিজিবি ও ভারতের মহাখোলা বিএসএফ যৌথ টহল দিয়েছে। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন- মুন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রুস্তম আলী ও মহাখোলা বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সেপেক্টর তানভির সিং, এএসআই অশোক সরমা। পরে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুপক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।