জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল রোববার সকাল ১১টায় এ আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সরকারি কলেজের ছাত্রলীগ টেন্ডে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, যুগ্মসধারণ সম্পাদক শফি উদ্দীন টিটু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহসম্পাদক ইমরান হোসেন, ফয়সাল খান, প্রচার সম্পাদক আব্দুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, আলমডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা তামিম, তমাল, জীবননগর পৌর ছাত্রলীগের শরীফ হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের রুবেল, সিহাব, বেজিও, রানা, জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ ও সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল প্রমুখ। এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। প্রেসবিজ্ঞপ্তি