চকরিয়ায় দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দু সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ হোসেন জানান।

নিহতরা হলেন- সৈনিক শফিকুর রহমান (৩০) ও নাঈমুদ্দিন (৩১)। দুজনই কক্সবাজারের রামুতে অবস্থিত সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। এদের মধ্যে শফিকুরের বাড়ি ময়মনসিংহে এবং নাঈমুদ্দিনের বাড়ি খুলনায় বলে জানান এএসপি মাসুদ। তিনি বলেন,  সেনা সদস্যদের বহনকারী একটি জিপ গাড়ি ঢাকা থেকে রামু যাচ্ছিলো। পথে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের খুটাখালী এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষ্ণচুঁড়া গাছের সাথে ধাক্কা খেয়ে পাশের কমিউনিটি সেন্টারের দেয়ালে আছড়ে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু সেনা সদস্য নিহত হন। আহত হন অপর তিনজন। আহতদের চকরিয়ার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গাড়িচালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান এএসপি মাসুদ। তাৎক্ষণিকভাবে আহত সেনা সদস্যদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

Leave a comment