টিপ্পনী
খবর:(জীবননগরে শ্বশুর পক্ষের হামলায় জামাই নিহত)
শ্বশুর বাড়ির ভাজা পোড়া
হয় না দেয়া জামাইকে,
মেয়ের স্বামীর জন্য এখন
মাথা বলুন ঘামায় কে?
জামাই খাবে লাঠিপড়া
খাবে স্বাদের রান্না কে?
জামাই বেটা কেমন মানুষ
দাও ঘুষি কিল তার নাকে!
জামাই মারে তাদের সাথে
আত্মীয়তা করে কে?
তোরা কি আর ভালো মানুষ
বুকটাতে হাত ক রেখে!
-আহাদ আলী মোল্লা।
০৪.১০.২০১৫