জীবননগর ব্যুরো: গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার উদ্বোধন করা হয়েছে। জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ লাঠি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল।
গতকাল শনিবার সকালে শহরের আখ সেন্টার হতে পৌরসভার ৯টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত প্রায় শতাধিক লাঠিয়াল ও ৩ শতাধিক লাঠি খেলাপ্রেমী দর্শক বর্ণাঢ্য ৱ্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা ক্যাম্পাস হতে লাঠি খেলা শুরু করা হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে লাঠি খেলা প্রদর্শন করে লাঠিয়ালবাহিনী। খেলা উদ্বোধনকালে পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফি, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন, বদর উদ্দিন, রবিউল ইসলাম, মোজাম, আব্দুল মজিদ, ফকির মহাম্মদ, শরিফুল ইসলাম, ইনামুল হক, মিনাজ ও বুদো এ সময় উপস্থিত ছিলেন।