গাংনী প্রতিনিধি: বিএনপির ২৫ অক্টোবরের কর্মসূচির প্রতিবাদে মেহেরপুর গাংনী উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার বিকেলে গাংনী শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। তিনি বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। ২৫ অক্টোবর বিএনপির কর্মসূচি থেকে আঘাত এলে প্রতিরোধের ঘোষণা দেন। সেইসাথে আগামী নির্বাচনে নৌকা প্রতীক যার তাকেই ভোট দেয়ার জন্য উপস্থিত নেতাকর্মীদের শপথ করান তিনি।
স্বাগত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, সুখে শান্তিতে থাকতে হলে আওয়ামী লীগকে আবার বিজয়ী করতে হবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ২৫ অক্টোবরের যেকোনো সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক বিশ্বাস, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্বাস আলী, আকরাম খান, যুগ্মসম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা কৃষকলীগের সভাপতি ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আবুল বাশার, পৌর আ.লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, যুবলীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর নবীর উদ্দীন, মটমুড়া ইউপি আ.লীগ সম্পাদক আবুল হাশেম, কাজিপুর ইউপি সম্পাদক আব্দুর রউফ স্বপন, কাথুলী ইউপি সম্পাদক মোজাম্মেল হক ও বামন্দী ইউপি সম্পাদক বজলুল বশিরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এর আগে বিকেল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল নামে।