দর্শনা ক্যাম্প আইসির বিরুদ্ধে মালামাল ধরে গায়েব করার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দর্শনা ক্যাম্প আইসি একের পর এক মাদক ও চোরাচালানি মালামাল ধরে গায়েব করে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে নানা কৌশলে এ ধরনের কাজ করছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এভাবে লাখ লাখ টাকার অর্থ বাণিজ্য করলেও তার বিরুদ্ধে তেমন কোনো আপত্তি ওঠে না। কারণ তিনি সব কিছু ম্যানেজ করেই চলেন বলে একাধিকসূত্রে জানা গেছে।

সূত্র জানায়, চুয়াডাঙ্গার সীমান্তবর্তী শিল্পনগরী দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সম্প্রতি মালামাল ধরে বিক্রি কর দিচ্ছেন। গত ২১ অক্টোবর তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পুরাতন বাজারমোড়ে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সেখান থেকে জীবননগর উপজেলার সিংনগর ব্রিজপাড়ার শুকরো মোতালেবের ছেলে সাজ্জাদের (২০) স্কুলব্যাগ তল্লাশি করে প্রায় ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দেন। ঈদের আগে ১৪ অক্টোবর দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গলায়দড়ি ব্রিজের কাছে অভিযান চালায় দর্শনা আইসি। এ সময় আনুমানিক ৬ কেজি রুপো ফেলে এক চোরাচালানি পালিয়ে যায়। এ রুপো ক্যাম্প আইসি গায়েব করে দেন বলে সূত্র জানায়। একই দিন সকালে নাস্তিপুর-পরানপুর মাঠ থেকে দেড়শ বোতলের অধিক ফেনসিডিল উদ্ধার করে দর্শনা পুলিশ। এ ফেনসিডিলেরও কোনো হিসাব নেই পুলিশের খাতায়। সূত্র জানায় এ ফেনিসিডিলও বেচাবিক্রি হয়ে গেছে।