টিপ্পনী
খবর: (আলমডাঙ্গার বেগুয়ারখালী গ্রামে পরস্ত্রীর ঘরে যুবক)
পরের ঘরে অন্ধকারে ঢুকলে তুমি
আকাম কুকাম করার জন্য ঝুঁকলে তুমি
অবশেষে চার দেয়ালে-
নিজের মাথা ঠুকলে তুমি!
পরের ঘরের পচা কাদা মাখলে তুমি
জানলা দিয়ে কাকে সেদিন ডাকলে তুমি
লোকের পিঠা বেজায় মিঠা-
জিভের আগায় চাখলে তুমি!
সেদিন রাতে লোকের ঘরে বসলে তুমি
সত্যি করে পরের জমি চষলে তুমি
অবশেষে ঠেলা খেয়ে-
কান্না করে খসলে তুমি।
আহাদ আলী মোল্লা