মাথাভাঙ্গা মনিটর: ইরানে ইসলামী রীতিনীতি মেনে নারীদের ফুটবল খেলাটা বেশ কষ্টকর। তারপরও পুরো শরীর ঢেকে মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন দেশটির মেয়েরা। তাক লাগিয়ে দিয়েছেন ফুটবল অনুরাগীদের। এবার দলটির নতুন এক খবরে থমকে গেছেন অনেকেই। তাদের দলের আটজন খেলোয়াড়ই পুরুষ!
জানা গেছে, ইরানি ফুটবল অ্যাসোসিয়েশন দলের আটজন ফুটবলারের বিপক্ষে প্রতারণার অভিযোগ এনেছে। এ আটজন নাকি পুরুষ হয়েই খেলছেন নারী দলে। সংস্থাটির এক কর্মকর্তা মোজতাবি শারিফি জানিয়েছেন, এ আটজন ফুটবলারের লিঙ্গ রূপান্তর করার কথা অনেক আগেই। কিন্তু তাঁরা লিঙ্গ রূপান্তরের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারটি না করেই নারী দলে খেলে চলেছেন। এ জন্য নতুন করে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এর আগে গত বছরই জাতীয় দলে চারজন পুরুষ ফুটবলারের খোঁজ পাওয়া যায়। এরপর আবার নতুন করে আটজন নারীরূপি পুরুষ খুঁজে পাওয়ায় লিঙ্গ পরীক্ষাকে বাধ্যতামূলক করেছে ফুটবল ফেডারেশন। এ ব্যাপারে ফিফার সিদ্ধান্ত অবশ্য এখনো জানা যায়নি।