জয়ে শুরু বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: জমাট রক্ষণ, বলে দারুণ নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের অর্ধে অধিক সময় বল রাখা, ছোট-বড় নির্ভুল পাসে আক্রমণ রচনা- গোছানো ফুটবল বলতে যা বোঝায়, প্রায় সবই ছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলায়। হচ্ছিলো না কেবল গোলটাই।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে লঙ্কানদের বিপক্ষে অবশ্য শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি সাইফুল বারী টিটুর দলের। ২-০ ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণাত্মক খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ। মাঠে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ভালোই করছিলেন মুনাফ রাব্বি-ইব্রাহিমরা। ২৮ মিনিটেই সুযোগ এসেছিলো। ফরোয়ার্ড রোহিত সরকারের কর্নারে চেষ্টা চালিয়েছিলেন ইব্রাহিম। কিন্তু লঙ্কান গোলরক্ষক রিশাদ মোহাম্মদ ফিরিয়ে দেন। এরপর রাব্বির রিবাউন্ড শটও প্রতিহত করেন রিশাদ। ম্যাচের অধিকাংশ সময়ই বাংলাদেশের যুবাদের আক্রমণে ত্রস্ত থাকতে হয়েছে লঙ্কান গোলরক্ষককে। প্রথম গোলটির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হলো ৬৭ মিনিট পর্যন্ত। ইব্রাহিমের ফ্রি-কিকটি ভলি করতে ব্যর্থ হন রোহিত সরকার। তবে ফাঁকায় দাঁড়ানো রাব্বি ভুল করেননি। বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ৮৩ মিনিটে বক্সে ইব্রাহিমের শট লাগে শ্রীলঙ্কার ডিফেন্ডার ধানুসকা মাদুসঙ্কার হাতে। পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল আদায় করেন অধিনায়ক মাসুক মিয়া জনি। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। পরশু ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

অপর খেলায় এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে উড়ন্ত সূচনা পেয়েছে উজবেকিস্তানের যুবারা। ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল শুক্রবার দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বড় জয়ে জোড়া গোল করেন বোবির আবদিক্সোলিকভ। ৭০ ও ৮০তম মিনিটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। একটি করে গোল করেন গফুরভ হুসনিদ্দিন, শারোফ মুকহিতদিনোভ. কোদিরকুলভ সানজার, আখমাদোভ জাখোনগির ও তুখতানিসোভ নুরিল্লো।

ম্যাচের শুরুতে গতি দিয়ে ভুটানের রক্ষণভাগে চাপ তৈরি করলেও সুযোগগুলো হাতছাড়া হচ্ছিল উজবেকিস্তানের। ৪২তম মিনিটে গোফুরোভের হেডে এগিয়ে যায় তারা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গ্রুপের ফেভারিটরা। দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভুটানকে ভাসিয়ে দেয় উজবেকিস্তান। এ অর্ধে পাঁচবার লক্ষ্যভেদের আনন্দে ভাসে দলটি। তবে ম্যাচ শেষের দলের জয়ে সন্তোষ জানালেও উজবেকিস্তান কোচ আবদুরাইমোভ জাসুর বলেন, আরও গোলের আশা করেছিলেন আমি। তবে ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। বাছাই পর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানারআপ ২০১৬ সালে বাহরাইনে হওয়া এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলবে। আর স্বাগতিক বাহরাইন এ আসরে খেলবে সরাসরি।