মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ইমামুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে এবং তার গোয়ালঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় হামলাকারীরা তার বাড়ি লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, জমিজমা নিয়ে সাহাবাজপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে ইমামুল ও ইছাহক আলীর ছেলে রেজাউল করিম সাত্তারের সাথে বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জের ধরে গত বুধবার বেলা ২টার দিকে রেজাউল করিম ও তার লোকজন ইমামুলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ইমামুলকে মারপিট করে। এরপর তারা ইমামুলের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িতে লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ইমামুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। মহেশপুর থানার এসআই সাত্তার জানান, এ ঘটনায় সাদের আলী নামে এক মেম্বারকে আটক করা হয়েছে।