নেতকর্মীদের এক হয়ে দলকে সুসংগঠিত করতে হবে
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, এ দেশের খেঁটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। আগামীতেও তিনি যাতে এ দেশের মানুষের কল্যাণে কাজ করার সুয়োগ পান সে জন্য দলীয় নেতকর্মীদের এক কাতারে এসে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্য়ন্ত মুজিবনগর বাগোয়ান ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের ভবেরপাড়া, মাঝপাড়া ও সোনাপুর গ্রামে হেঁটে মসজিদ, কাঁচা রাস্তাঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় সফর সঙ্গী ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আ. লীগের সভাপতি মুজিবুর রহমান মধু বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, ইউপি সদস্য সোহরাব হোসেন, ওয়ার্ড আ. লীগের সভাপতি রুস্তম আলী, হাসান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক দিলিপ মল্লিক ও লাভলুসহ ওয়ার্ড আ. লীগের নেত্রীবৃন্দ।