মেহেরপুর অফিস: মাদক রাখা ও সেবনের দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত মো. আবু তাহেরকে (৬০) ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান এ রায় দেন। আবু তাহের মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের জৌলুস খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করলে আদালত এ আদেশ দেন।