যুক্তরাষ্ট্রে কলেজে গুলিতে নিহত ১৫

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের অরেগন স্টেটের একটি কলেজে অস্ত্রধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। অরেগনের রোজবার্গ শহরে ওম্পকুয়া কমিউনিটি কলেজে গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  গুলিবর্ষণকারীকে আটক করা হয়েছে বলে ডগলাস কাউন্টির কমিশনার নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের কাছাকাছি। আহতদের মধ্যে অন্তত একজন নারী। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কলেজে গুলিবর্ষণের খবর পায় পুলিশ।