ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলায় হলিধানীর গাড়ামারা গ্রামে গতকাল বৃহস্পতিবার রুবেল নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। সে গাড়ামারা গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
জানা গেছে, সকাল ১১টার দিকে চুরির মিশন নিয়ে হানা দেয় গাড়ামারা গ্রামে মোশারেফ হোসেনের বাড়ি। মোশারেফ হোসেনের ছেলে শিপন ও গ্রামবাসীর সহযোগিতায় ধরা পড়ে রুবেল। মোশারেফ জানান, তার বাড়ি থেকে সোনা ও টাকা চুরি হয়েছে। জিজ্ঞাসা করলে রুবেল তার সহযোগী নিজামের ছেলে মিঠুর নাম বলে।