মোবাইলফোনে প্রেমের পর পরিণয় : বরের পিতাপক্ষের নালিশে পুলিশের হস্তক্ষেপ

স্টাফ রিপোর্টার: মোবাইলফোনে প্রেম। মাঝে মাঝে দেখা। অবশেষে গত বুধবার দেড় লাখ টাকা দেনমোহরে মেয়ের বাড়ি চুয়াডাঙ্গা গাইদঘাট মাঝেরপাড়ায় বিয়ে। মেয়ের বাড়িতেই বাস করছিলো ছেলে কাজী আব্দুল মনির চঞ্চল।

অপরদিকে ছেলের পিতাপক্ষ পুলিশে নালিশ করে বলেছে, ছেলেকে অপহরণ করে আটকে রাখা হয়েছে গাইদঘাটে। এ নালিশে আমলে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গতরাতে গাইদঘাট থেকে ছেলে কাজী আব্দুল মনির চঞ্চল ও মেয়ে রুনা খাতুনকে থানায় নেয়। শেষ পর্যন্ত পুলিশ রুনাকে তার পিতার হেফাজতে বাড়ি ফিরতে বলে। এদিকে ছেলেকে তার চাচার সাথে আজ শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী ফেরার ব্যবস্থা করবে বলে জানিয়েছে পুলিশ। এ কথা শুনে নববধূ রুনা খাতুন কান্নায় ভেঙে পড়ে। প্রশ্ন তুলে বলে, তবে আমার কি হবে? ছেলে পরিচয় দিতে গিয়ে বলেছে, সে কুষ্টিয়া শিলাইদহের কাজী আব্দুল মতিনের ছেলে। কুমারখালী ডিগ্রি কলেজে পড়ে। কয়েক বছর ধরে তাদের মোবাইলফোনে পরিচয়। গত পরশু বুধবার মেয়ের সাথে দেখা করতে এলে গ্রামে বিয়ের আয়োজন করা হয়।