খবর: (গাংনীর বাওট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা)
খুব গোপনে অন্ধকারে
নিয়োগ দেয়ার পাঁয়তারা
কারণ জানা সোজা ব্যাপার
নগদ নগদ খায় তারা!
নিয়োগ মানেই টাকার খেলা
ক্ষমতাবান কাকার খেলা
এক দু’ লাখের যুগই খতম
দশ-বারো লাখ চায় তারা।
যোগ্যতা আর মেধা গায়েব
মালাপানিতেই তুষ্ট সাহেব
খাঁটি জিনিস ছেড়ে নিলো
দুর্নীতিতেই ঠাঁই তারা!
আহাদ আলী মোল্লা